Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক্রঃ নং

 সেবার প্রকৃতি

সংশিষ্ট সেবা প্রদানকারী

সংশি­ষ্ট বিধিবিধান

নির্ধারিত সময়সীমা

০১

টিআইএন সনদ প্রদান

সংশিষ্ট সার্কেলের  উপকর কমিশনার

আয়কর বিধি- ৬৪বি

দুই কার্য দিবস

০২

না দাবী পত্র ( ট্যাক্স ক্লিয়ারেন্স সাির্টফিকেট )

সংশি­ষ্ট সার্কেলের  উপকর কমিশনার

করদাতার নিকট দাবী না থাকা সাপেক্ষে

তিন কার্য দিবস

০৩

কর নির্ধারণ নিস্পত্তি সংক্রান্ত সনদ

সংশিষ্ট সার্কেলের  উপকর কমিশনার

-

দুই কার্য দিবস

০৪

কর নির্ধারণী আদেশ, সম্পদ বিবরণী বা প্রার্থিত ডকুমেন্টের সার্টিফাইড কপি প্রদান

সংশিষ্ট সার্কেলের  উপকর কমিশনার

প্রয়োজনীয় কোর্ট ফি ও কপিং ফি প্রদান পূর্বক আবেদন করতে হয়

সর্বোচ্চ পাঁচ কার্যদিবস

০৫

আয়কর রিটার্ণ গ্রহণ সংক্রান্ত প্রাপ্তি স্বীকার পত্র

সংশিষ্ট সার্কেলের  উপকর কমিশনার

আয়কর অধ্যাদেশ ১৮৪এর ৭৫, ৭৭, ৯০ ধারা

তাৎক্ষণিক

ঝ০৬

কর নির্ধারণী আদেশ

সংশিষ্ট সার্কেলের  উপকর কমিশনার

আয়কর আইন অনুযায়ী এই সীমা নির্ধারিত

সর্বশেষ শুনানীর তারিখ হতে ৩০ দিনের মধ্যে

০৭

কর নির্ধারণী আদেশ, দাবীনামা সরবরাহ

সংশিষ্ট সার্কেলের  উপকর কমিশনার

আয়কর আইন অনুযায়ী এই সীমা নির্ধারিত

আদেশ স্বাক্ষরের ৩০ দিনের মধ্যে

০৮

আপীল, ট্রাইবুনাল এবং হাইকোর্ট হতে প্রাপ্ত নির্দেশনা বাস্তবায়ন

সংশিষ্ট সার্কেলের  উপকর কমিশনার

আয়কর আইন অনুযায়ী এই সীমা নির্ধারিত

আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে, তবে সেট এ সাইড এর ক্ষেত্রে ৪৫ দিনের মধ্যে

০৯

কর নির্ধারণী আদেশের ভুল সংশোধন

সংশিষ্ট সার্কেলের  উপকর কমিশনার

আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ১৭৩ ধারা

আবেদনের ৩০ কার্য দিবসের মধ্যে সিদ্ধান্ত প্রদান

১০

ফেরতযোগ্য কর সমন্বয়

সংশিষ্ট সার্কেলের  উপকর কমিশনার

আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ১৫২ ধারা

সময় নির্ধারিত নাই। তবে যথাসম্ভব দ্রুত প্রদান করা

আয়কর সংক্রান্ত  কতিপয় জ্ঞাতব্য বিষয়ঃ

 

1.      আয়কর রিটার্ণ, সম্পদ ও দায় বিবরণী, জীবনযাত্রার মান সম্পর্কিত তথ্য ছকে সঠিক তথ্য প্রদান করে ঘোষিত আয়ের ভিত্তিতে কর পরিশোধ করা প্রত্যেক করদাতার নাগরিক দায়িত্ব।

2.     প্রদর্শিত আয়ের সপক্ষে হিসাবের খাতাপত্র এবং তথ্য প্রমাণ সংরক্ষণ করা প্রয়োজন।

3.    আয়কর রিটার্ণ প্রস্ত্তত এবং তা দাখিলে পর্যাপ্ত সাবধানতা অবলম্বন করা আবশ্যক।

4.      জরিমানা পরিহারের জন্য বিধিবদ্ধ সময়সীমার মধ্যে তথ্য প্রমাণসহ আয়কর রিটার্ণ দাখিল করা বাঞ্ছনীয়।

5.     সম্ভাব্য সরল সুদ পরিহারকল্পে যথাসময়ে অগ্রীম করের কিস্তি পরিশোধ করা আবশ্যক।

6.     উৎসে কর কর্তনকারী সকল কর্তৃপক্ষের জন্য কর্তনকৃত/সংগৃহিত করা বিধিসম্মত সময়সীমার মধ্যে সরকারী কোষাগারে জমা প্রদান পূর্বক কর বিভাগে তথ্য প্রেরণ করা আবশ্যক।

7.     সম্ভাব্য জটিলতা পরিহারকল্পে আয়ের কোন উৎস হতে আয়কর কর্তন করা হলে তার তথ্যাবলী সংগ্রহ করে রাখা আবশ্যক।

8.     কর নির্ধারণী আদেশের বিষয়ে কোন আপত্তি থাকলে আদেশ প্রাপ্তির ৪৫ দিনের মধ্যে আপীল দায়ের

এবং আপীল আদেশ প্রাপ্তির ৬০ দিনের মধ্যে ট্রাইবুনালে আবেদন দাখিল করতে হবে।

9.     কর অফিসের নোটিশ বা পত্র পেলে অবহেলা না করে তার জবাব প্রদান করা বাঞ্ছনীয়।

10. (ক) নতুন টি,আই,এন সার্টিফিকেটের প্রয়োজন হলে নিম্নলিখিত কাগজপত্রসহ টি,আই,এন,ফর্ম (২কপি)

পূরণ করে সংশি­ষ্ট সার্কেল অফিসে দাখিল করাঃ

·        দুই কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত ছবি

·        পাসপোর্ট/নাগরিকত্ব সার্টিফিকেট ও ট্রেড লাইসেন্সের কপি (প্রযোজ্য ক্ষেত্রে )

·        মেমোরেন্ডাম অব আর্টিকেলস ( কোম্পানীর ক্ষেত্রে )

·        লিমিটেড কোম্পানীর টি,আই,এন, নেয়ার ক্ষেত্রে শেয়ার হোল্ডার পরিচালকগণের টি,আই,এন

সনদ দাখিল করতে হয়। 

·        টি,আই,এন, ফর্ম বিনা মূল্যে সার্কেল হতে সরবরাহ করা হয়।

  ট্যাস্ক ক্লিয়ারেন্স সার্টিফিকেটঃ

      ট্যাস্ক ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হলে কর পরিশোধের প্রমাণসহ ( যদি থাকে )সার্কেল

      অফিসে আবেদন করা ।

       এ জাতীয় আবেদনের কোন নির্ধারিত ফর্ম নেই।

 

সার্টিফাইড কপিঃ

কর নির্ধারণী আদেশ, সম্পদ বিবরণীসহ অন্যান্য দলিলাদির সার্টিফাইড কপি প্রয়োজন হলে

নির্ধারিত কপিং ফি পরিশোধ করে  সার্কেল অফিসে আবেদন করা।

 

·        আয়কর প্রদান, রিটার্ণ দাখিল ও আয়কর আইন সংক্রান্ত কোন জিঞ্জাসা থাকলে সরাসরি যে কোন 

             পর্যায়ের কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি আপনাকে সহযোগিতা করবেন।