Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

খুলনা সিভিল ডিভিশনের আওতাধীন ১০টি জেলায় মোট ২২টি কর সার্কেলসহ মোট ২৮টি অফিসের মাধ্যমে এই কর অঞ্চলের কর্মকান্ড পরিচালিত হয়।  জেলা গুলি হল খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর। বর্তমানে ২২টি সার্কেল অফিস এবং ৪টি রেঞ্জ অফিস নিয়ে কর অঞ্চল-খুলনা আয়কর সেবা দিয়ে চলেছে। এই কর অঞ্চলের বিভাগীয় প্রধান হলেন কর কমিশনার। সরকারের রাজস্ব (প্রত্যক্ষ কর) আায়ে কর অঞ্চল-খুলনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। মেহেরপুর জেলার কর সার্কেলটি ১/১ ছহিউদ্দিন সড়ক, সোয়েবা কটেজ, বোস পাড়াতে অবস্থিত। টেলিফোন নম্বর- ০৭৯১-৬২৫৮৩।